তফসিলের পর পোস্টার না সরানোয় বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ ৫ প্রার্থীকে জরিমানা

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১০:২৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১০:২৬:২২ অপরাহ্ন

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার ও ব্যানার অপসারণ না করায় ফেনীতে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টিসহ পাঁচ রাজনৈতিক দলের প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রত্যেক প্রার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধিমালা–২০২৫ অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব রাজনৈতিক দল ও প্রার্থীর ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ বাধ্যতামূলক। নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট প্রার্থীদের প্রচারসামগ্রী বিভিন্ন স্থানে টাঙানো থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
 

জরিমানাপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন (ভিপি জয়নাল), জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, এবি পার্টি মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া এবং জেএসডি মনোনীত তারা প্রতীকের প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন মজুমদার।
 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রার্থীদের পক্ষে তাদের মনোনীত প্রতিনিধিরা জরিমানার অর্থ পরিশোধ করেন। এ বিষয়ে এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক কমিটির প্রচার সম্পাদক হাবিব মিয়াজি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন জানান, জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের আজ সন্ধ্যার মধ্যেই সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]