নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পুনরায় দলীয় প্রধান নির্বাচিত

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১০:০৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১০:০৫:২৩ অপরাহ্ন

নেপালের কমিউনিস্ট পার্টি (ইউনিফায়েড মার্কসবাদী-লেনিনবাদী) নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে তিনি দলের নেতৃত্ব সামলাবেন।
 

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে দুই দিনব্যাপী সিপিএন-ইউএমএলের ১১তম সাধারণ সম্মেলনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ২,২০০ জন নির্বাচিত ও মনোনীত প্রতিনিধি এবং ৩০৯ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করেন। ভোটের ফলাফলে অলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলের চেয়ে প্রায় তিনগুণ বেশি ভোট পান; অলি পেয়েছেন ১,৬৬৩ ভোট, আর পোখরেল ৫৬৪ ভোট।
 

অলি সম্প্রতি পদত্যাগ করেছিলেন গত সেপ্টেম্বরে নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে তরুণ প্রজন্মের বিক্ষোভ এবং এর মধ্যকার সহিংসতায় ৭৬ জনের মৃত্যুর পর। পদত্যাগের তিন দিনের মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং আগামী মার্চে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।
 

অলি পুনরায় নির্বাচিত হওয়ায় আগামী নির্বাচনের আগে পার্টির নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
 

সূত্র: এএফপি, পিটিআই

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]