বোয়ালখালীতে দিদারুল আলম (৩৬) নামের এক দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বোয়ালখালীতে ছুরিকাঘাত করে যুবকের টাকা ছিনতাই

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৪:০১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৪:০১:২৭ অপরাহ্ন
বোয়ালখালীতে দিদারুল আলম (৩৬) নামের এক দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার (৫ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার শাকপুরা জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
 
আহত দিদার শাকপুরা মিলিটারিপুল এলাকা থেকে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
 
দিদারুল আলম শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যানের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
 
দিদারুলের ছোট ভাই মাহাবুল আলম বলেন, আমার ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছলে ২-৩ জন লোক ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে বলেন, রাত সাড়ে ১২টার দিকে দিদারুল নামে আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]