সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি হাদির চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তথ্য পাওয়ার পর প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং হাদির দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা করতে অনুরোধ করেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করেন। দীর্ঘ সময় ধরে চলা এই ফোনালাপে হাদির বর্তমান শারীরিক অবস্থা এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের পর্যবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানান যে, হাদির অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শরিফ ওসমান বিন হাদি রাজধানীর ঢাকা-৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। সম্প্রতি ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই জনমনে নানা উৎকণ্ঠা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে সরাসরি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তথ্য আসা এবং প্রধান উপদেষ্টার দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টা সবাইকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন।