বায়ু পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলেও রাজধানী ঢাকায় এর মান দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার বর্জ্য ও নির্মাণকাজের কারণে শহরের বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদ্রোগসহ নানা জটিলতায় ভোগার আশঙ্কা থাকে নগরবাসীর। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক ও শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত মানুষ।
বায়ুদূষণের দীর্ঘমেয়াদি প্রভাব শুধু শারীরিক অসুস্থতাই নয়, কর্মক্ষমতা হ্রাস ও জীবনমানের অবনতিকেও ত্বরান্বিত করছে। অনেক ক্ষেত্রে দূষিত বাতাস চোখ ও নাকের সমস্যার কারণ হতে পারে।
পরিবেশবিদরা মনে করেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ, শিল্পকারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ এবং নগরে সবুজায়ন বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
জনস্বার্থ রক্ষায় বায়ুদূষণ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।