ইউসিবিএল ঋণ জালিয়াতি: সাবেক ভূমিমন্ত্রীর ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদনের প্রক্রিয়া

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:৫৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:৫৯:০১ অপরাহ্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ঋণের নামে জালিয়াতির মাধ্যমে প্রায় ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় আটটি পৃথক মামলা দায়েরের সুপারিশ করেছে সংস্থাটির যৌথ অনুসন্ধান দল।
 

দুদকের পক্ষ থেকে জানানো হয়, অনুসন্ধান শেষে প্রস্তুত করা প্রতিবেদন ইতোমধ্যে কমিশনে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হবে। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
 

অনুসন্ধানে উঠে এসেছে, ইউসিবিএলের চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে আটটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ সুবিধা দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চকবাজার শাখার এশিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ ও সান-সাইন এন্টারপ্রাইজ; পোর্ট শাখার আলম এন্টারপ্রাইজ ও জুপিটার এন্টারপ্রাইজ; পাহাড়তলী শাখার নাজিম অ্যান্ড সন্স এবং বহদ্দারহাট শাখার আল রাজি এন্টারপ্রাইজ।
 

দুদকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের নামে চলতি হিসাব খুলে প্রকৃত মালিকানা ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ভুয়া তথ্য উপস্থাপন করা হয়। অভিযুক্তরা ব্যাংকের তৎকালীন পরিচালক ও কর্মকর্তাদের যোগসাজশে পরিকল্পিতভাবে এই হিসাবগুলো ব্যবহার করে ঋণের অর্থ উত্তোলন ও পাচার করেন।
 

অনুসন্ধানে আরও বলা হয়, আটটি প্রতিষ্ঠানের বাইরেও একই কৌশলে আরও একাধিক হিসাব খোলা হয়েছিল। সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এবং অন্য সংশ্লিষ্টরা একটি সিন্ডিকেট গড়ে তুলে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
 

এই অর্থ আত্মসাতের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে ইউসিবিএলের সাবেক পরিচালক, সাবেক ভাইস চেয়ারম্যান, শাখা প্রধান, অপারেশন ম্যানেজারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। দুদক বলছে, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই মামলাগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]