ভয়াবহ ধূলিঝড়ে বিপর্যস্ত দুবাইসহ আমিরাত, ফ্লাইট ও যান চলাচলে ব্যাঘাত

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:৫২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৭:৫২:০৫ অপরাহ্ন

প্রচণ্ড ধূলিঝড়ের কবলে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর। ঝড়ো বাতাসে মরুভূমির বালু বাতাসে ছড়িয়ে পড়ায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিমান চলাচল, সড়ক যোগাযোগ ও জনজীবনে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
 

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকেই ধূলিঝড় শুরু হয়। এর প্রভাব পড়ে রাজধানী আবুধাবি, বাণিজ্যিক নগরী দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায়। সময়ের সঙ্গে সঙ্গে বাতাসের গতি ও ধুলোর ঘনত্ব বাড়তে থাকায় দিনের বেলায়ও অনেক স্থানে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
 

ধুলোময় আবহাওয়ার কারণে সড়কে যানবাহনের গতি কমে গেছে এবং কিছু এলাকায় গণপরিবহন ও ফ্লাইট সূচিতে বিলম্ব দেখা দিয়েছে। কর্তৃপক্ষ চালক ও খোলা জায়গায় কর্মরতদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের আবহাওয়ায় শ্বাসকষ্টজনিত রোগীদের হাসপাতালে আসার সংখ্যা বাড়তে পারে।
 

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে। সংস্থাটি জানায়, আরব উপদ্বীপজুড়ে সক্রিয় একটি গভীর নিম্নচাপ ব্যবস্থার কারণে দেশটির আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। এর প্রভাবে ধূলিঝড়ের পাশাপাশি কিছু এলাকায় ভারি বৃষ্টি, বজ্রঝড় ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
 

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে দুবাই, আল আইন এবং দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার, ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সময় হাতে রাখার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে শুষ্ক মৌসুমে ধূলিঝড় একটি পরিচিত প্রাকৃতিক ঘটনা। তবে ঘন ধুলোর সঙ্গে প্রতিকূল আবহাওয়া যুক্ত হলে তা পরিবহন ব্যবস্থা ও স্বাভাবিক জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]