নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৬:৫৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৬:৫৮:৩৪ অপরাহ্ন

বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে ডেকে নেওয়া হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বাংলাদেশে বিদ্যমান ‘নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। এ সময় ‘কিছু গোষ্ঠীর’ কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ভারত দাবি করে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ঘিরে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ প্রসঙ্গে ভারতীয় পক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানানো হয়।

এ ছাড়া, সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ‘একটি মহল’ অতিরঞ্জিত বয়ান তৈরির চেষ্টা করছে বলে ভারতের অভিযোগ রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের বয়ান তারা পুরোপুরি প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময়কার যৌথ সংগ্রামের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে, যা পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে আরও জোরদার হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। সে সময় দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকার ভারতকে সতর্ক করে। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিও জানানো হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]