বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৯:৪২ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বাণিজ্য চুক্তিতে অগ্রগতির ইঙ্গিত এবং কয়েকটি দেশের ওপর বর্ধিত শুল্ক কার্যকর স্থগিত রাখার ঘোষণা দেয়ার পর বিশ্ববাজারে বাজারে স্বর্ণের দাম কমে গেছে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৭ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৩ হাজার ৩১১ দশমিক ০৯ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে।

রোববার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে। ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশগুলোকে উচ্চ শুল্কের বিষয়ে জানানো হবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ দেশের জন্য ১০ শতাংশ বেস ট্যারিফ এবং অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন। তবে কার্যকর হওয়ার তারিখ পিছিয়ে ৯ জুলাই করা হয়, যা আবারও তিন সপ্তাহের জন্য স্থগিত করা হলো।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সাময়িক স্থগিতাদেশে স্বর্ণের দামে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে। দাম আবারও ৩ হাজার ৩২০ ডলারের এর আশেপাশে ওঠানামা করবে। স্বল্পমেয়াদে প্রতিরোধের সীমা হবে ৩ হাজার ৩৬০ ডলার।’

এদিকে ট্রাম্প জানান, যেসব দেশ ব্রিকস জোটের ‘আমেরিকা-বিরোধী নীতি’ অনুসরণ করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

শুল্ক বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে, ফলে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনাও কমেছে। বাজারের হিসাব অনুযায়ী, এই মাসে ফেড সুদহার অপরিবর্তিত রাখতে পারে এবং বছরের শেষ নাগাদ মাত্র দুটি কোয়ার্টার-পয়েন্ট কমানোর পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ট্রাম্প কর ও ব্যয় হ্রাসের একটি বড় প্যাকেজে স্বাক্ষর করেছেন, যা বিশ্লেষকদের মতে মার্কিন ঋণে আরও ৩ ট্রিলিয়ন ডলার যোগ করবে।

এছাড়া সোমবার স্পট সিলভার শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৩৬ দশমিক ৫৮ ডলার, প্ল্যাটিনাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলার প্রতি আউন্সে বেচাকেনা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]