লালবাগের প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৬:৪১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৫৮:১৭ পূর্বাহ্ন

রাজধানীর লালবাগ এলাকার একটি প্লাস্টিক গোডাউনে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে লালবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের শুরুতে গোডাউনের ভেতর থাকা দাহ্য প্লাস্টিক সামগ্রীর কারণে ঘন ও কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের সমন্বিত অভিযানে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো আহতের তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোডাউনের পেছনের একটি ভবনে থাকা গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গোডাউনটি প্রায় ১৮ থেকে ২০ বছর পুরোনো। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]