২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের, লন্ডন এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১০:০৬:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ১০:০৬:৩০ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসবেন। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে তাকে বিদায় জানাতে কোনো ধরনের ভিড় না করার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। দীর্ঘ প্রায় ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের কথা স্মরণ করে তিনি বলেন, এই সময়ে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার বহু স্মৃতি, অভিজ্ঞতা ও পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে।

বক্তব্যে তিনি বিশেষভাবে যুক্তরাজ্যে বসবাসরত তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন, ২৫ ডিসেম্বর লন্ডন এয়ারপোর্টে নেতাকর্মীদের উপস্থিতি হলে সেখানে অনাকাঙ্ক্ষিত হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে প্রবাসী বাংলাদেশিদের পরিচয় স্পষ্ট হয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সবাইকে স্বেচ্ছায় বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, যারা ওই দিন এয়ারপোর্টে না গিয়ে তার অনুরোধ রক্ষা করবেন, তাদেরকে তিনি দলীয় শৃঙ্খলা ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি দায়িত্বশীল হিসেবে বিবেচনা করবেন।

বক্তব্যের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজের জন্য এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]