শিবির নেতার দাবি: মুক্তিযুদ্ধের ইতিহাসের বড় অংশ ‘মিথ্যা বয়ানে’ লেখা

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:১২:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৫৩:১২ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা–পরবর্তী সময়ে লেখা ইতিহাসের বড় একটি অংশ ‘মিথ্যা বয়ানে রচিত হয়েছে’—এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ দাবি করেন।
 

‘বিজয়ের ৫৪ বছর, স্বাধীনতার আলোয় আগামীর নির্মাণ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। নুরুল ইসলাম প্রশ্ন তুলেন, স্বাধীনতার পরপরই ক্ষমতাসীনরা কেন শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেননি এবং কেন বিভিন্ন সরকারের আমলে নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা যোগ হয়েছে। তার দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন গোপন রাজনীতি হয়েছে এবং অর্থনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে।
 

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ছাত্রশিবির স্বাধীনতাকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। তার অভিযোগ, অতীতের ‘আওয়ামী ফ্যাসিবাদী সময়ে’ সংগঠনের বিজয় দিবসের র‌্যালি থেকে নিয়মিত গ্রেপ্তার করা হতো এবং প্রতিটি কর্মসূচির পর নেতাকর্মীদের কয়জন আটক হলেন তা হিসাব করতে হতো। নুরুল ইসলাম আরও বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের শোষণ থেকে এবং ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে ‘আধিপত্যবাদের গ্রাস থেকে’ মুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করছে তারা।
 

সেমিনারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত নানা উত্থান–পতনের মধ্য দিয়ে এবং রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, যার জন্য প্রচণ্ড আত্মত্যাগ স্বীকার করতে হয়েছে জনগণকে। তিনি বলেন, পাকিস্তানি সামরিক বাহিনী ও শাসকগোষ্ঠী যে বাঙালিদের ওপর নির্বিচার গণহত্যা চালিয়েছে, তা নিয়ে কোনো সংশয় নেই, তবে একই সঙ্গে বিহারি গণহত্যার মতো ঘটনাও ইতিহাসের অংশ হিসেবে আলোচনায় থাকা প্রয়োজন।
 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে বিতর্ক প্রসঙ্গে রাফে সালমান মন্তব্য করেন, তাকে নিয়ে যে বিভিন্ন মত ও প্রেক্ষাপট রয়েছে, সেখানে ইতিবাচক ও নেতিবাচক দিক—দুটোই আলোচনা করা দরকার; ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলা উচিত। সভাপতির বক্তব্যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, তাদের সংগঠন প্রতি বছরই স্বাধীনতা ও বিজয় দিবস উদ্‌যাপন করে আসছে এবং দীর্ঘ সময় ধরে নানা বাধা ও গ্রেপ্তারের মুখেও এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]