বংশালের সিক্কাটুলীতে যৌথ অভিযানে থানায় লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৪

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৫:৫৯:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৫:৫৯:১৪ পূর্বাহ্ন
 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বংশাল থানার সিক্কাটুলি এলাকায় অভিযান চালিয়ে থানায় লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সমন্বিত যৌথ বাহিনী। এ সময় মো. নিরব (২০), মো. আব্দুল হামিদ (৬০), মো. সামুন মিয়া (৩৮) ও মো. সামির (১৮) নামের চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যদিও অভিযানের মূল লক্ষ্য রায়হান রাজ পালিয়ে যান।
 

সোমবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে এ অভিযান, যাতে অংশ নেয় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের আজিমপুর সেনা ক্যাম্পভিত্তিক একটি টহল দল। সেনা সূত্রের ভাষ্য, ৫ আগস্টের পর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল বংশাল এলাকায় লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্য পাওয়ার পর প্রথমে সিক্কাটুলীর রায়হান রাজের বাসায় তল্লাশি চালিয়ে পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়; পরে থানার পক্ষ থেকে নিশ্চিত করা হয় এটি লুট হওয়া অস্ত্রগুলোরই একটি।
 

সেনা সূত্র আরও জানায়, রায়হান রাজ স্থানীয় ‘বোম রায়হান গ্রুপ’-এর সক্রিয় সদস্য এবং অভিযানের সময় তিনি বাড়ি থেকে সরে যান। পরবর্তী ধাপে সিক্কাটুলীর আরেক বাসিন্দা সামিরের বাড়িতে অভিযান চালিয়ে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং পাঁচটি ‘কিলার গিয়ার’ (স্পোকেট)সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

বংশাল থানার এসআই সৈয়দ ইয়াসির হোসেন জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে থানায় লুট হওয়া পিস্তলসহ উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করে ম্যালখানায় জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মামলার তদন্ত চলছে; পলাতক রায়হান রাজসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]