বিজয় দিবসে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী ও শিশু

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪৭:৩৮ অপরাহ্ন

উন্নত চাকরি ও স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রলোভনে ভারতে পাচার হওয়া নারী ও শিশুসহ ছয়জন বাংলাদেশি বিজয় দিবসে দেশে ফিরেছেন। স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে ভারতের চেন্নাই থেকে উদ্ধার হয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
 

ফেরত আসা ব্যক্তিরা সবাই খুলনা জেলার বাসিন্দা। তাদের মধ্যে একটি পরিবারে স্বামী-স্ত্রী ও দুই শিশু রয়েছে, আর বাকি দুজন আলাদাভাবে পাচারের শিকার হন। ভুক্তভোগীরা জানান, স্থানীয় দালালচক্র উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর বাস্তবতা ভিন্ন হয়—পুরুষদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং নারীদের জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করা হয় বলে তারা অভিযোগ করেন।
 

দীর্ঘ সময় দুর্বিষহ পরিস্থিতিতে থাকার পর দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, যেন বিদেশে পাচার হওয়া বাংলাদেশিদের উদ্ধারে আরও সক্রিয় ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়।
 

এই ছয়জনকে দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহায়তা করে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা ‘সার্কিব’। সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, এখনও হাজারো বাংলাদেশি ভারতে মানব পাচারের শিকার হয়ে আটকা রয়েছেন। সরকারি পর্যায়ের সহযোগিতা ও সমন্বয় বাড়ানো গেলে তাদের উদ্ধার ও দেশে ফেরানো অনেক সহজ হবে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]