কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বড় অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বাস টার্মিনালসংলগ্ন একটি কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ নামের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের উল্লেখযোগ্য অংশ পুড়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, প্রাথমিকভাবে বাসচালকের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ঘটনার সময় বাসের হেলপার ভেতরে সাউন্ড বক্সে গান শুনছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।