বিজয় দিবসে মোদির পোস্টে ভারতীয় সেনাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা, উল্লেখ নেই বাংলাদেশের স্বাধীনতা

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:২০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৪৭:১৩ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। মোদির বার্তায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে স্মরণ করা হলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কোনো উল্লেখ পাওয়া যায়নি।

মোদির পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা বিজয় দিবসে সেই সাহসী সেনাদের স্মরণ করি; যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের নিঃস্বার্থ সেবা ও অটুট সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের এক মুহূর্ত খোদাই করে দিয়েছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘এই দিনটি তাদের বীরত্বের প্রতি স্যালুট এবং তাদের অতুলনীয় মানসিক শক্তির একটি স্মারক। তাদের এই বীরত্ব ভারতীয়দের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রাণিত করে যাবে।’

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়। সেই কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে।

তবে এবারের বার্তায় মোদি শুধু ভারতীয় সেনাদের বীরত্ব এবং দেশ সুরক্ষার বিষয়টিই তুলে ধরেছেন; বাংলাদেশের মুক্তিযুদ্ধের উল্লেখ নেই।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]