বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার হাতে পতাকা নিয়ে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:১০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৪৬:৫৫ পূর্বাহ্ন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে এই ব্যতিক্রমী আয়োজনের নেতৃত্ব দিয়েছে সশস্ত্র বাহিনী।

প্রদর্শনীতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার অংশগ্রহণ করেন। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং হিসেবে স্বীকৃত হয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ সমন্বয়ে আকাশে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে প্রদর্শনীমুখর মহড়া চালিয়ে নজর কাড়ে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]