উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জন্য এভারকেয়ার থেকে এয়ার্রপোর্টে রওনা হয়েছেন অ্যাম্বুলেন্সে শরীফ ওসমান হাদি

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০১:৫৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০১:৫৯:৩৯ অপরাহ্ন
গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই সংসদ সদস্য প্রার্থীর জীবন শঙ্কটাপন্ন হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে বিমানবন্দরে অবতরণের পর দুপুর ১টা ৩০ মিনিটে হাদিকে নিয়ে উড়াল দেওয়ার কথা রয়েছে।
 
গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তাকে তাৎক্ষণিকভাবে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় এবং উন্নত বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন দেখা দেওয়ায় তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এই প্রেক্ষিতেই সোমবার সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে পৌঁছায়। বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সময় অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা। তার আশু সুস্থতার জন্য দেশজুড়ে শুভানুধ্যায়ীরা দোয়া করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]