ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহভাজন শ্যুটার ও তার সহযোগী বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে। আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সংক্রান্ত নতুন তথ্য তুলে ধরেছেন।
রোববার ফেসবুকে দেওয়া পোস্টে জুলকারনাইন সায়ের জানান, সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান—যাকে এই হামলার প্রধান শ্যুটার হিসেবে সন্দেহ করা হচ্ছে—ঘটনার পর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন হামলার সহযোগী ও মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। সায়েরের দাবি অনুযায়ী, বর্তমানে তারা ভারতের গুয়াহাটিতে অবস্থান করছেন।
তিনি আরও জানান, ফয়সাল করিম মাসুদের ব্যবহৃত একটি মোবাইল ফোন নম্বর শনাক্ত করা হয়েছে। ভারতে প্রবেশের পর তাকে পালাতে সহায়তা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব—এমন তথ্য বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে উল্লেখ করেন তিনি। ওই সহায়তার অংশ হিসেবে ফয়সালকে একটি ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।
ফেসবুক পোস্টে সায়ের লেখেন, ভারতে পৌঁছানোর পর ফয়সাল ওই ভারতীয় নম্বর ব্যবহার করে নিজের অবস্থান ঘনিষ্ঠ মহলে জানান দেন। তার দাবি অনুযায়ী, “+৯১৬০০১৩৯৪০**” নম্বর থেকে কয়েকটি নম্বরে একটি সেলফি পাঠানো হয়। ওই ছবির একটি ইন্টারসেপ্ট করা হয়েছে, যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে এই দাবি ও তথ্যের বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে সব তথ্য খতিয়ে দেখা হবে।