৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার বিচার না হওয়ার পেছনে দিল্লির ষড়যন্ত্রের অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:৪৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৩৫:৪০ পূর্বাহ্ন

শহিদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ৫৪ বছর পেরিয়ে গেলেও তদন্ত ও বিচার সম্পন্ন না হওয়ার পেছনে ‘দিল্লির ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার ভাষ্য অনুযায়ী, জামায়াতকে রাজনৈতিকভাবে জড়িয়ে নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অগ্রসর হয়নি।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উত্তর মহানগর শাখার উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি দাবি করেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে সঠিক তদন্ত না হওয়ায় বুদ্ধিজীবী হত্যার প্রকৃত নেপথ্য ও দায়ীদের বিষয়ে জাতি এখনো স্পষ্ট ধারণা পায়নি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, চলচ্চিত্র নির্মাতা ও লেখক জহির রায়হানের কাছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলেই তাকে গুম করা হয়—এমন বিশ্বাস তাদের রয়েছে। তিনি অভিযোগ করেন, ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আড়াল করা হয়েছে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা সৃষ্টি করেছে।

আলোচনা সভায় তিনি আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গেও বক্তব্য দেন। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালা মেনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে ভারতের পক্ষ থেকে বন্ধুত্বের বাস্তব প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]