নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান, দম্ভ পরিহারের নির্দেশ বিএনপির

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:২৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে বিনয়ী ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের দম্ভ, ক্ষমতার অহংকার বা নেতাগিরি প্রদর্শনের সুযোগ নেই; বিএনপি যে জনগণের দল, তা আচরণ ও কর্মের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে।
 

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অগ্রযাত্রা কনভেনশন হলে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই এই সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় এমরান সালেহ প্রিন্স জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে কোনো নেতা বা কর্মী জড়ালে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বড় সভা বা প্রদর্শনীর মাধ্যমে নয়, বরং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই নির্বাচন জিততে হবে। ছোট ছোট দলে ভাগ হয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন তৈরি করতে হবে।
 

ভোট চাওয়ার সময় জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে, বিএনপি ক্ষমতায় গেলে কী ধরনের পরিবর্তন ও সেবা তারা পাবে। তিনি আরও বলেন, জনগণকে অন্ধকারে রেখে রাজনীতি করা যায় না; মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জনই রাজনীতির মূল শক্তি। অর্থ বা প্রভাবের মাধ্যমে নয়, বরং সাহস, ত্যাগ এবং মানুষের পাশে থাকার মানসিকতাই একজন প্রকৃত রাজনৈতিক নেতার পরিচয়।

সভায় নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি, প্রচারণা কৌশল, দায়িত্ব বণ্টন, ভোটকেন্দ্রের এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণ এবং ভোটের দিন করণীয়সহ সার্বিক সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]