ময়মনসিংহে নির্মাণকাজের সময় হেলে পড়ল পাঁচতলা ভবন, বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলো

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ নগরীতে একটি ২০ তলা ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।
 

স্থানীয় সূত্র জানায়, গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সেখানে একটি বহুতল ভবন নির্মাণের কাজ করছে। পাইলিং কার্যক্রম চলাকালে পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়ে এবং ভবনের সামনের ও পাশের অংশে ফাটল দেখা দেয়। পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকারী প্রতিষ্ঠানকে মাটি ভরাট করে ভবনটি সাময়িকভাবে সাপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
 

হেলে পড়া ভবনের এক ভাড়াটিয়া শিলা রানী জানান, ভবনটি হঠাৎ কাত হয়ে পড়ায় আতঙ্কে প্রশাসনের নির্দেশ মেনে তারা বাসা ছেড়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পুনরায় ফিরে আসবেন বলে জানান।
 

ভবনের মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নির্মাণকারী প্রতিষ্ঠানটি অপরিকল্পিতভাবে কাজ করছে। এর ফলেই পাঁচতলা ভবনটি হেলে পড়েছে এবং দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া জানান, ২০ তলা ভবনের পাইলিং কাজের প্রভাবেই পাশের ভবনটি হেলে পড়েছে। ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
 

তবে অভিযোগ অস্বীকার করে গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ বলেন, পাইলিং কাজের কারণে ভবনটি হেলে পড়েনি। অন্য কোনো কারণ থাকতে পারে। তবুও প্রশাসনের নির্দেশ অনুযায়ী ভবনটি স্থিতিশীল রাখতে মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার কাজ চলছে।
 

ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং ভবনটির নিরাপত্তা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]