কেরানীগঞ্জে ১০ তলা ভবনে ভয়াবহ আগুন, ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১০:১৫:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১০:১৫:১৭ পূর্বাহ্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার একটি ১০ তলা ভবনে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার ভোরে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড বিকেল ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভোর আনুমানিক ৫টার দিকে জাবালে নুর টাওয়ার নামে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজারসহ মোট ৯টি ফায়ার স্টেশনের ২০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
 

তিনি আরও জানান, আগুনের সময় ভবনের বিভিন্ন তলায় আটকা পড়া অন্তত ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আগুনের তীব্রতায় ভবনের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনটির বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। ওই বেজমেন্টে একটি গোডাউন ছিল, যেখানে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট এবং তৃতীয় তলা থেকে ওপরের অংশে আবাসিক কোয়ার্টার রয়েছে। বেজমেন্টে প্রবেশের পথ মাত্র দুটি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়তি সময় লাগে।
 

ঘটনাস্থল পরিদর্শনে এসে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক জানান, ভবনটির অনুমোদন ও নির্মাণ নকশা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, ভবন নির্মাণে নির্ধারিত কোড মানা হয়নি এবং গ্যারেজের জায়গায় গোডাউন স্থাপন করা হয়েছে, যা আইনের পরিপন্থী। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]