
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রায় এক মাস পর ইয়েমেনের মাটিতে নতুন করে হামলা চালাল তেলআবিব। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইডিএফ জানায়, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, হুথি গোষ্ঠী বারবার ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল। এ হামলা সেই আগ্রাসনের জবাব বলেও উল্লেখ করেছে সেনাবাহিনী।
হুথি গোষ্ঠীর এক মুখপাত্র দাবি করেছেন, ইসরাইলি হামলা প্রতিহত করতে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা পাল্টা প্রতিরক্ষা গড়ে তোলে। এদিকে রয়টার্সকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদায় ইসরাইলি হামলার ফলে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে এবং পুরো শহর অন্ধকারে ডুবে আছে।
হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, হোদেইদায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগেই ইসরাইলি বাহিনী ওই এলাকার তিনটি বন্দরের কর্মীদের সতর্কবার্তা দিয়ে সরিয়ে নিতে বলেছিল।
এছাড়া, ইসরাইল জানায়, রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও তারা হামলা চালিয়েছে। ২০২৩ সালের শেষদিকে জাহাজটি হুথিরা দখল করেছিল।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে নানা হামলা চালিয়ে আসছে হুথিরা। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে করা হচ্ছে। ইসরাইলের পাল্টা হামলায় ইয়েমেনে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।