ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়েছে। হামলার বিষয়ে হাদিকে আগে সতর্ক করেছিলেন এক ব্যক্তি, যিনি নিজেকে সাবেক র্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। তবে তার সত্যিকারের র্যাব সদস্য কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে তিনি বলেন, “আমি র্যাব ১০-এ যাত্রাবাড়ীতে তিন বছর কাজ করেছি। সোর্স থেকে জানতে পেরেছিলাম হাদির ওপর হামলার পরিকল্পনা হতে পারে। আমি বারবার তাকে সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু যখন দেখা যায় তিনি তা গুরুত্ব দেননি, আমি দুই দিন তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।” শুক্রবার সকালে উত্তরা থেকে এসে তিনি জানতে পারেন যে হামলা বাস্তব হয়েছে।
হাদি জুমার নামাজের পর চলন্ত রিকশায় ছিলেন, সেই সময় মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, যেখানে এক দফা অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, হাদির বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হওয়া গুলি তার মস্তিষ্কের ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। তিনি আরও বলেন, “বর্তমানে রোগী খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, চিকিৎসকেরা এখনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না।”
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।