
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ইমামতি শুধু একটি পেশা নয়, এটি একটি ঈমানী দায়িত্ব। ইমামরা দুর্বল ও অনৈক্যবদ্ধ থাকার কারণেই সমাজে বিচার কাজে রাজনৈতিক নেতারা হস্তক্ষেপ করেন, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে।
রোববার (৬ জুলাই) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার আয়োজিত ইমামদের ষান্মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত সরকারের আমলে ইসলাম চর্চায় বাধা দেওয়া হতো, ইমামদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। এখন আর তা হবে না। ইসলাম প্রচারে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
ইমামদের সম্মানজনক বেতন, আবাসন, চাকরির বিধিমালা ও জাতীয়করণের দাবি জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ইমামদের সুন্দর জীবন হলে সমাজ আলোকিত হবে।
তিনি বলেন, ইসলামে তাওহীদের পর ঐক্যের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামপন্থীদের টেকসই ঐক্য গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি আসন, একজন প্রার্থী ও একটি বাক্সই দেশের মানুষের প্রত্যাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, উপদেষ্টা জহিরুল হক, বরিশাল বিভাগের নেতৃবৃন্দসহ অন্যরা।