জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘটনার নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক বাধন শেখ, রুবেল মোল্লা, শেখ আতাউর রহমান ও সৌরভ ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি যুব শক্তির জেলা কমিটির আহ্বায়ক দীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাধন শিকদার এবং ছাত্র শক্তির মুখ্য সংগঠক লিমন মোল্লাও কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।