নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা চাইল ইসি

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৯:০২ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন দায়িত্ব নির্বিঘ্ন ও নিরাপদভাবে পালনের স্বার্থে এই নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছে কমিশন।

শনিবার (১৩ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিইসি, চার কমিশনার ও সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

ইসি জানিয়েছে, বর্তমানে সিইসির জন্য গাড়িসহ একটি পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে তার জন্য আরও একটি অতিরিক্ত গাড়িসহ পুলিশি এসকর্ট প্রদান করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি চার নির্বাচন কমিশনার ও ইসি সিনিয়র সচিবের ঢাকার বাসভবন এবং অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে গাড়িসহ পুলিশি এসকর্ট চাওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনকালে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এসব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের পুলিশ কমিশনারদের উদ্দেশে নির্দেশনা দিয়েছে ইসি। এতে ওই তিন মহানগরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের কথা বলা হয়েছে।

একই সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো আরেক চিঠিতে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করার নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]