ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এআই-তৈরি দুটি ছবি সত্য ধরে মন্তব্য করার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কয়েক ঘণ্টার ব্যবধানে দেওয়া ওই মন্তব্যকে তিনি অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে একটি বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নামে প্রচারিত একটি বক্তব্য এবং শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর এক নেতার চা খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে জানা যায়, এই দুটি বিষয়ই ছিল ভিত্তিহীন ও এআই জেনারেটেড। যথাযথ ফ্যাক্ট চেক না করে তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় এ প্রসঙ্গে বক্তব্য দেন বলে উল্লেখ করেন। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
রিজভীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো এআই-তৈরি ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা তার বিরুদ্ধে অপতথ্য ছড়িয়েছেন, যা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের কথা যারা বলেন, তারা যদি সংকটময় পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য গ্রহণ করেন, তাহলে জনমনে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
একই সঙ্গে বিএনপি ও রুহুল কবির রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সাদিক কায়েম। তিনি বলেন, ভুয়া ছবি নির্ভর মিথ্যা অভিযোগ থেকে নিজেকে দায়মুক্ত করতে হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর স্পষ্ট অবস্থান প্রয়োজন।
এদিকে, আরটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পাশাপাশি ডিএমপি কমিশনারও রিজভীর বক্তব্যে উত্থাপিত তথ্যকে অসত্য বলে উল্লেখ করেছেন।