লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৪:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৪:৪২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিচতলার গোডাউনে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে সংঘটিত এই ঘটনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।
 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে অফিস ভবনের নিচতলার একটি জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় দায়িত্বরত দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
 

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এবং জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ জানান, আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]