জনসংযোগে হাদির সঙ্গেই ছিলেন সন্দেহভাজন গুলিবর্ষণকারীরা: সিসিটিভি বিশ্লেষণে নতুন তথ্য

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৩১:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৩১:১৪ পূর্বাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি ছোড়া মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি হামলার আগেই তাঁর সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিলেন—এমন তথ্য সামনে এসেছে। পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ টিমের সরবরাহ করা দুটি ছবি বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করেছে দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় মাস্ক পরিহিত অবস্থায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেন ওই দুই ব্যক্তি। পরে মোটরসাইকেল থেকে গুলি ছুড়ে হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে।

দ্য ডিসেন্ট জানায়, সন্দেহভাজন দুই ব্যক্তির একজনের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট। অন্যজন কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা পরিহিত ছিলেন। জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির পোশাকের সঙ্গে হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের মিল পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢামেকে তাঁর অস্ত্রোপচার চলছিল এবং তাঁর মাথার ভেতরে গুলি রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]