নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু, শোকস্তব্ধ এলাকা

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন সৌদি প্রবাসী মো. গোলাম মোস্তুফা (৪২) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে নাঈম। স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে মোস্তুফা বাড়ির পাশে বীজতলায় কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছেলেকে নিয়ে আশ্রয়ের জন্য জামগাছের নিচে গেলে গাছের ওপর বজ্রপাত হয়। গাছের ডাল ভেঙে পড়ে তাদের ওপর। এতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোস্তুফা, পরে মৃত্যুবরণ করে ছোট্ট নাঈমও।
 
মোস্তুফার পরিবার জানায়, প্রায় আট বছর প্রবাস জীবন শেষে চার মাস আগে দেশে ফিরে আসেন তিনি এবং আবারও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
 
স্বামী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শেফালি বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]