ওসমান হাদির নিরাপত্তা ও চিকিৎসায় ব্যর্থ হলে দায় নিতে হবে ইন্টারিম সরকারকে: ইনকিলাব মঞ্চ

আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:৩১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:৫১:৫৩ পূর্বাহ্ন

ওসমান হাদির জীবন নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় ইন্টারিম সরকারকেই নিতে হবে বলে অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১২ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সংগঠনটি এ বক্তব্য জানায়।

ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ঘটনার পর থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা বারবার ফোন করে সিসিটিভি ফুটেজ চাইছেন—কিন্তু ফুটেজ সংগ্রহ করে দেওয়া তাদের দায়িত্ব নয়। তারা প্রশ্ন তোলেন, “যারা গুলি চালিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যেও গ্রেফতার করা যাচ্ছে না কেন?” সংগঠনটির দাবি,

“হাদির ওপর যে হামলা হয়েছে, আমরা শুনতে চাই না যে তিনি ‘অন্য কোনোভাবে’ মারা গেছেন।”

নেতারা সতর্ক করে বলেন, শনিবার সকাল ১০টার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করা না গেলে সরকারের ‘সুন্দর সুন্দর কথা বলার’ কোনো অধিকার থাকবে না। একই সঙ্গে তারা জানতে চান, “যারা ওসমান হাদির নিরাপত্তা দিতে পারে না, তারা পুরো বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে?”

সংগঠনটি দ্রুত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানায়। এ ছাড়া শনিবার দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দেশবাসীর উদ্দেশে দোয়া আয়োজনের আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চ জানায়—

কেউ যেন উসকানিতে না জড়ায় এবং কোনো নেতার বক্তব্যকে নিজস্ব ব্যাখ্যায় ব্যবহার না করে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]