ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত ও বহু যাত্রী আহত হয়েছেন। পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথের একটি তীক্ষ্ণ বাঁকে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তুলাসিপাকালু গ্রামের কাছে বাসটিতে থাকা ৩৫ জন যাত্রী, দুজন চালক ও একজন সহকারীর মধ্যে নয়জন ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। জেলা কালেক্টরের তথ্য অনুযায়ী, অন্তত সাতজনকে গুরুতর আহত অবস্থায় ১৫ কিলোমিটার দূরের সিএইচসি চিন্তুরে ভর্তি করা হয়েছে; অবস্থা স্থিতিশীল হলে তাদের ভদ্রাচলমে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফেঁসে থাকা যাত্রীদের বের করে হাসপাতালে পাঠায় এবং গিরিখাত ঘিরে তল্লাশি চালায় যাতে কেউ নিখোঁজ না থাকে। দুর্গম পাহাড়ি অঞ্চলে হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সময় লাগলেও ভোর থেকে টানা তৎপরতা চালিয়ে লাশ ও আহতদের বের করে আনতে সক্ষম হয় দলগুলো।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন প্রতি ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও শোক বার্তায় দ্রুত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং সংশ্লিষ্ট সব দফতরকে সমন্বিতভাবে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।