রাখাইনে হাসপাতালে বিমান হামলা: বহু নিহত, উত্তেজনা আরও বৃদ্ধি

আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৮:৪০:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৮:৪০:০৯ পূর্বাহ্ন
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান থেকে নিক্ষিপ্ত বোমা হামলায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি মানুষ। স্থানীয় সূত্র বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাটি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, যাদের তথ্য আরাকান আর্মির পক্ষ থেকেও সমর্থন পাওয়া গেছে।

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা জানিয়েছেন, সামরিক জান্তার একটি বিমান থেকে বোমা নিক্ষেপের ফলে হাসপাতালটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ হামলা নিয়ে জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। উপকূলীয় এই রাজ্যে দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সামরিক জান্তার মধ্যে সংঘর্ষ চলছে, যা স্থানীয় মানুষের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

এদিকে, মিয়ানমারের সামরিক সরকার ২৮ ডিসেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনটি শুধুমাত্র জান্তার নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই অনুষ্ঠিত হবে, যার ফলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। সংঘাতময় এলাকায় এই হামলা নির্বাচনপূর্ব উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]