ঢাকার কেরানীগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১১:৫০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১১:৫৭:২০ অপরাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে মিল্টন নামে ১৭ বছরের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তারানগর ইউনিয়নের সিরাজনগর নিশানবাড়ী এলাকার একটি পরিত্যক্ত রেস্টুরেন্টের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিল্টন সিরাজনগর এলাকার বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। তিন দিন আগে তিনি এলাকার একটি জুতার কারখানায় কাজে যোগ দেন। ঘটনার দিনে এলাকাবাসীরা রেস্টুরেন্টের গোলঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের চালের আড়ায় জুতার ফিতা দিয়ে মিল্টনের গলায় ফাঁস লাগানো ছিল এবং তার দুই পা ঘরের পাটাতনের মধ্যে আটকে ছিল। এই অবস্থানটি মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মিল্টনের বাবা থানায় মামলা করেছেন এবং পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]