গাইবান্ধায় শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫ সালের মাধ্যমিক মেধাবিকাশ বৃত্তি পেয়েছেন ৯ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের সুখশান্তির বাজারের নারায়নপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মসূচি সংশ্লিষ্টরা এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও এ সময় অংশ নেন।