টেকনাফে পাহাড়ে ডাকাতের আস্তানায় গোলাগুলি, অস্ত্র-গুলি-মাদকসহ যুবক উদ্ধার

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:৩০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:৩০:০৬ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি আস্তানায় সশস্ত্র ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি হয়েছে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত মো. সোহেল (২০) নামে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়।
 
রোববার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।
 
তিনি জানান, শনিবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের অবস্থানের তথ্য পেয়ে কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানকারীরা পৌঁছালে দুর্বৃত্তরা গুলি চালায়, এতে পাল্টা গুলি চালায় বাহিনীর সদস্যরাও। প্রায় আধাঘণ্টার গোলাগুলির পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
অভিযানে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় বন্দুক, ৩১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অপহৃত সোহেলকে উদ্ধার করে চিকিৎসা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত সামগ্রী টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]