রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের প্রায় ৫০ ফুট গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে মৃত্যুঞ্জয়ী চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা পর্যন্ত টানা নয় ঘণ্টা ধরে তিনটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালালেও শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামার সময় নলকূপের মুখে মাটি ধসে পড়তে পারে, যার ফলে কূপের নিচে থাকা শিশুটির ওপরও মাটি চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ক্যামেরা ব্যবহার করেও শিশুটিকে দেখা যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী, উদ্ধারকর্মীরা প্রায় ২৫ ফুট গভীর পর্যন্ত মাটি খনন করেছেন।
এর আগে, বুধবার দুপুর ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলার সময় খোলা নলকূপের মুখ দিয়ে নিচে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তারা জানায়, ভারী ভেকু মেশিন না আসা পর্যন্ত পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়। এদিকে, শিশুটির জন্য নলকূপের ভেতরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকা জুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে পরিবার ও স্থানীয়দের মধ্যে।