প্রথম প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের মুনাফা ৬৪ শতাংশ কমেছে

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৯:৫৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৯:৫৮:০৩ অপরাহ্ন

২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) প্রকৌশল খাতভুক্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের মুনাফায় উল্লেখযোগ্য পতন দেখা গেছে। কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশের বেশি কমেছে।
 

বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পরবর্তীতে এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করে কোম্পানি কর্তৃপক্ষ।
 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৯ পয়সা, যা শতাংশের হিসাবে প্রায় ৬৪.২৯ শতাংশ।
 

অন্যদিকে, ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। তবে একই অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা, যেখানে আগের অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা মুনাফা করেছিল।
 

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ–বিষয়ক রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]