তফসিল ঘোষণার পর কার্যকর হবে আসিফ-মাহফুজের পদত্যাগ, জানালেন প্রেসসচিব

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৭:৪৫:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৭:৪৫:০০ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব।
 

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসসচিব শফিকুল আলম জানান, দুজন উপদেষ্টা বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা সেটি গ্রহণ করেছেন এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদগুলো শূন্য হবে।
 

তিনি আরও জানান, পদত্যাগকারী দুই উপদেষ্টার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন প্রধান উপদেষ্টা।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]