কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু, শোকের ছায়া গ্রামে

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৭:৩৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৭:৩৯:২৮ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ নেমে আসে। নিহত শিশুরা মামা-ভাগনে—সাভার (২) এবং আবু তোহা (২)।
 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে পরিবারের অগোচরে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে পা পিছলে দুজনই পানিতে পড়ে যায়। পরিবার শিশুদ্বয়কে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
 

ঘটনার পর এলাকায় শোক ও বেদনার সঞ্চার হয়। যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শোকাহত পরিবারের পাশে আছি।” রৌমারী থানার উপ-পরিদর্শক শাহনেওয়াজ জানান, বিষয়টি তদন্তের অংশ হিসেবে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]