বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:২১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:২১:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ বিমান বাহিনীর ৯৩তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে নারী-পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
 
প্রশিক্ষণ চলাকালে মাসিক বেতন ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য চাকরি হবে স্থায়ী।
 
আবেদনের যোগ্যতা অনুযায়ী, ২০২৫ সালের ২১ ডিসেম্বর প্রার্থীর বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে ২২ বছরের মধ্যে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে।
 
শারীরিক যোগ্যতার মধ্যে পুরুষদের জন্য ন্যূনতম উচ্চতা ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি) এবং নারীদের জন্য উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি) নির্ধারিত হয়েছে। উভয়ের ক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি হতে হবে ৬ বাই ৬।
 
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বিমান বাহিনীর ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে।
 
সম্ভাব্য যোগদানের তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]