সংসদ নির্বাচনের তফসিলের আগে অন্তর্বর্তী সরকারের আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৬:৩৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৯:৫০:০২ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা পড়েছে বলে কার্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। এই পদত্যাগের খবরটি প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। পদত্যাগকারী দুই উপদেষ্টাই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।
 
দীর্ঘদিন ধরে তাদের পদত্যাগের গুঞ্জন চললেও, আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আসেন আসিফ মাহমুদ। সেখানে তিনি তার দায়িত্বে থাকাকালীন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, "আমি আগেই বলেছি, আমার নির্বাচন করার ইচ্ছে আছে। তবে কোন আসন থেকে করব, সেটা এখনো ঠিক করিনি।"
 
পদত্যাগ করেছেন কিনা বা পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা—এমন সরাসরি প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। তিনি বলেন, "এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।"
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির অংশ হিসেবে আসিফ মাহমুদ তার স্থায়ী ঠিকানা কুমিল্লা থেকে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন।
 
নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা দুই উপদেষ্টার এই পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আনুষ্ঠানিক ঘোষণার পর এই পদত্যাগের নেপথ্যের কারণ এবং সরকারের ওপর এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]