জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ মামলায় জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ শুনানি

আপলোড সময় : ১০-১২-২০২৫ ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন

জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ অনুষ্ঠিত হচ্ছে। আদালত গত ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেওয়ার পর পলাতক অবস্থায় থাকা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
 

একই মামলায় জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক ও পরবর্তী সহিংসতায় উসকানিসহ পাঁচটি অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও আজ শুনানি নির্ধারিত রয়েছে। আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ইতোমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
 

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আবু সাঈদ হত্যা মামলার ২৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই মামলায় সাক্ষ্য প্রদান করেন।
 

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]