নতুন নেতৃত্বে মিরপুর প্রেসক্লাব: আধুনিকায়ন ও পেশাদারিত্বের প্রতিশ্রুতি

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১০:৫৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৮:১৮:২৬ অপরাহ্ন

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দৈনিক পাঞ্জেরীর সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য তালুকদার রুমী। অনুষ্ঠানে নবনিযুক্ত নেতৃত্ব এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তারা বলেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের সমন্বয়ে সংগঠনের কার্যক্রমে আধুনিকতা ও পেশাদারিত্ব আরও এগিয়ে যাবে।
 

মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তালুকদার রুমীকে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নীত হওয়া এবং ডিইউজে পুনরায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্রেসক্লাবের নতুন ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলমকেও ফুল দিয়ে বরণ করা হয়।
 

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সাংগঠনিক সম্পাদক এস এম নিপু, দ্য মেসেজ টুডের সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল সিকদারসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রধান উপদেষ্টা হিসেবে তালুকদার রুমী বলেন, মিরপুর প্রেসক্লাবকে আরও স্বচ্ছ, আধুনিক ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।
 

ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলাকে সামনে রেখে একটি শক্তিশালী ও পেশাদার প্রেসক্লাব গড়ে তোলা হবে। সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল মনে করেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের নেতৃত্বে প্রেসক্লাব আরও দৃঢ় অবস্থানে পৌঁছাবে।
 

সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন বলেন, প্রেসক্লাবকে প্রযুক্তিনির্ভর ও সদস্যবান্ধব রূপ দিতে নিয়মিত প্রশিক্ষণ, সেবা কাঠামো উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আগামী দিনের প্রেসক্লাবের লক্ষ্য হিসেবে আধুনিক অবকাঠামো, ডিজিটাল সুবিধা, পেশাগত প্রশিক্ষণ এবং স্বচ্ছ সংগঠন পরিচালনার প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]