পটিয়ায় দুর্নীতিবিরোধী দিবসে বক্তারা: ভোটে দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৯:৩৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৯:৩৮:১৫ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হলে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং নির্বাচনের সময় দুর্নীতিবাজ প্রার্থীদের প্রত্যাখ্যান করা প্রয়োজন। কর্মসূচিতে তারা তরুণ সমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
 

মঙ্গলবার পটিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলম।
 

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-২, চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন।
 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, দুর্নীতি শুধু আর্থিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যদি অযথা হয়রানির শিকার হন, সেটিও দুর্নীতির পর্যায়ে পড়ে। তিনি বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়নের বড় বাধা এবং প্রাথমিক শিক্ষা পর্যায় থেকেই নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে পারলে একটি সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
 

এর আগে বেলা ১১টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]