দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন–২০২৫ সম্পন্ন করতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে এবং তিন দিন অতিরিক্ত পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদ্যালয়ে এখনো পরীক্ষা শেষ হয়নি, সেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে এই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবে।
মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। উপসচিব রওশন আরার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি, সেসব প্রতিষ্ঠানকে ১১ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে এ সময়ের মধ্যে শুক্রবার ও শনিবার বাদ দিয়ে মোট তিন দিন পরীক্ষা নেওয়া যাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিশ্চিত করতে হবে, যাতে সব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করা যায়।
পটভূমি হিসেবে জানা যায়, সম্প্রতি তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন। এর ফলে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকা প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। পরে ৭ ডিসেম্বর থেকে পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু হলেও, সূচিতে পরিবর্তন আসায় অতিরিক্ত পরীক্ষার দিনের প্রয়োজন দেখা দেয়।