জানুয়ারিতে কর্মচারী আন্দোলন শঙ্কা: পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ, ভোটগ্রহণের সময় বাড়ল ১ ঘণ্টা

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:৪৪:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:৪৪:৪২ অপরাহ্ন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি। এই কার্যক্রমের বিলম্বের কারণে সরকারি কর্মচারীরা নির্বাচনের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন বলে কোর কমিটির সভায় শঙ্কা প্রকাশ করা হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে, যা সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। কোর কমিটি মনে করছে, এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা জাতীয় নির্বাচনের ঠিক আগে জানুয়ারিতে বড় ধরনের আন্দোলনে নামতে পারেন। এই আন্দোলন ঠেকানোর জন্য দ্রুত পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বলে সভায় মত প্রকাশ করা হয়।
 
একইসঙ্গে কোর কমিটির বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাম্প্রতিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যালোচনা করে উদ্বেগ জানানো হয়। একাধিক সদস্য উল্লেখ করেন, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং নির্বাচনের আগে এই ধরনের আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং ক্যাম্পাসগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
 
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে বলেন, হত্যা বন্ধের জন্য কোনো ম্যাজিক বা সুইচ অন-অফের মতো কিছু নেই। তিনি বলেন, এমন কোনো ক্ষমতা থাকলে তিনি সব হত্যা বন্ধ করে দিতেন।
 
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি ভালো। সব বাহিনী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং জানুয়ারির মধ্যেই তাদের প্রশিক্ষণ শেষ হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা-সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জাতীয় পার্টিকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না—এই অভিযোগ সঠিক নয় বলে উল্লেখ করেন। তিনি জানান, জাতীয় পার্টির কার্যালয় নিয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা রয়েছে।
 
ভোটগ্রহণের সময় বৃদ্ধি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করে বলেন, "এই নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে, যা সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।" সময় বাড়ার কারণে সূর্যাস্তের পরেও ভোট গণনা করতে হতে পারে। সে জন্য সব ভোটকেন্দ্রে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, সেই ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]