অন্তর্বর্তী সরকারে 'নির্বাচন আয়োজনের সময়সীমা' শর্ত ছিল না: সাখাওয়াত হোসেন

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:০৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:০৯:৩২ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকার যখন গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে, তখন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের শর্ত বা ম্যান্ডেট ছিল না। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, সরকার নিজস্ব উদ্যোগেই দ্রুত একটি নির্বাচন এবং নির্বাচিত সরকার দেখতে চায়, যা দেশে বৈশ্বিক গণতান্ত্রিক চর্চা পুনঃপ্রতিষ্ঠিত করবে। তবে, দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক নির্বাচন কমিশনার (ইসি) হওয়া সত্ত্বেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং পুরো বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন।
 
ড. এম সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “আমরা যখন ২০২৪ সালের ৮ আগস্ট আসি, তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে এক, দেড় বা দুই বছরের মাথায় নির্বাচন দিতে হবে। কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে।” তিনি উল্লেখ করেন যে, সরকার নিজেরাই ঘোষণা করেছে যে দেশে নির্বাচন হবে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, তাতে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নেই।
 
শ্রম উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন, সরকার মনে করে দেশে একটি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত, যাতে বৈশ্বিক গণতান্ত্রিক চর্চাটা প্রতিষ্ঠিত হয়। তিনি আক্ষেপ করেন যে, গত ১৭ থেকে ১৮ বছরে এমন চর্চা দেখা যায়নি। তিনি মন্তব্য করেন, যদি বর্তমান অন্তর্বর্তী সরকার এই গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করতে পারে, সেটাই হবে তাদের "বড় ক্রেডিট"।
 
দীর্ঘ সময় নির্বাচন কমিশনে কাজ করার (সাবেক নির্বাচন কমিশনার ছিলেন তিনি) অভিজ্ঞতা থাকার কারণে সাংবাদিকেরা যখন আবারও জানতে চান, দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না, জবাবে সাখাওয়াত হোসেন তাৎক্ষণিক মন্তব্য এড়িয়ে যান। তিনি বলেন, "আমি ভুলে গেছি। নির্বাচন নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই। আমি নির্বাচন নিয়ে অজ্ঞ। কোনো আইডিয়া নেই। এটা নির্বাচন কমিশন বলতে পারবে।"
 
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর ব্যক্তিগত সন্তুষ্টির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তাতে রাজনৈতিক দলগুলো জানে না যে তাদের ভবিষ্যৎ কী বা তারা কী করবে। তবে, তিনি রাজনৈতিক বিশৃঙ্খলার (ক্যাওয়াজ) সংজ্ঞা নির্ধারণ করে বলেন, বিশৃঙ্খলা তখন বলা যেত, যখন সরকার একদিকে আর রাজনৈতিক দলগুলো অন্যদিকে অবস্থান করত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]